মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন
মোংলা প্রতিনিধি: মোংলায় ৫৩৬ পিচ ইয়াবা সহ শারমিন আক্তার সাথী (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। সোমবার দিনগত মধ্যরাতে পৌর শহরের এনিয়োপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, র্যাব-৬ খুলনার একটি দল মরননেশা ইয়াবার একটি বড় চালান মোংলা শহরে ঢুকছে এমন অভিযোগের সুত্রধরে গভীররাতে শহরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বটতলার এনিয়োপাড়া এলাকার আল-আমীনের স্ত্রী সারমিন আক্তার সাথী সরিরে তল্লাশী চালিয়ে শারমিন আক্তার কাছ থেকে ৫৩৬ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করে র্যাব সদস্যরা। সারমিনের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনে মোংলা শহরের বেশ কয়েকজন নামী-দামী ব্যাক্তি ও বড় মাদক ব্যাবসায়ীর সাথে কথা-বার্তার রেকর্ড রয়েছে বলেও জানা গেছে। মোংলা থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম জানান, ইয়াবাসহ আটক নারী মাদক ব্যাবসায়ীকে মঙ্গলবার বোররাতে মোংলা থানায় সোপর্দ করেছে র্যাব-৬। এসময় র্যাবের ডিএডি নওশের আলী বাদী হয়ে সারমিন আক্তার সাথীকে আসামী করে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। এদিন দুপুরে আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়। পাশাপাশী মাদক ব্যাবসায়ী সারমিন আক্তারের সাথে কারা সংশ্লিষ্ট বা ইয়াবা পাচার ও বিকিকিনির সঙ্গে জড়িত তাদের সনাক্ত করতে ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। ইয়াবাসহ আটক সারমিনের আক্তার সাথী বাড়ী কবরস্থান রোডস্থ নতুন কলোনীতে।