মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: পাবনার চাটমোহরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় পুলিশ-নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যার পর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা নামক এলাকায় এ ঘটনা ঘটে। এমন সময় পুলিশ দু’জনকে আটক করে থানায় নিয়ে গেছে।
আহতরা হলেন, চাটমোহর থানার এএসআই ওয়াসিম (৩৫), কনস্টেবল আলমগীর হোসেন (৩০), বড় শালিখা এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে উম্মে সৈয়দা মুর্শিদা (২০), আব্দুল বাতেনের স্ত্রী মর্জিনা খাতুন (৪৬), হেলাল উদ্দিনের স্ত্রী সোহাগী খাতুন (২০), হাবিবুর রহমানের মেয়ে কনা (২৬), ইমন আলীর ছেলে রফিক আলী (৩৯), মৃত কাশেম আলীর ছেলে হোসেন আলী (৩০)। আহতদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, বড় শালিখ এলাকার মৃত ইমান আলীর ছেলে আনোয়ার হোসেন কায়েম গং ও মৃত দিরাজ প্রামাণিকের ছেলে মোসলেম, আমজাদ ও জামাই হাবিবুর গংয়ের মধ্যে পাঁচ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার বিকেলে উভয়পক্ষ উত্তেজিত হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু পুলিশের কথা না শুনে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু করে। সংঘর্ষে দুই পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন জানান, ঘটনায় পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। আমরা পরিবেশ শান্ত করতে বাতেন প্রামাণিকের ছেলে সাদ্দাম ও হাফিজুর রহমানের ছেলে সোহেল আলীকে আটক করেছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।