শনিবার, ১১ মে ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের ২২টি পয়েন্টে ওএমএস’র মাধ্যমে ৫২ টাকা দরে পিঁয়াজ বিক্রি শুরু

ঠাকুরগাঁওয়ের ২২টি পয়েন্টে ওএমএস’র মাধ্যমে ৫২ টাকা দরে পিঁয়াজ বিক্রি শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি : পিঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে টিসিবি’র পর এবার সদর উপজেলার ২১টি ও পৌরসভার ১টি মোট ২২টি পয়েন্টে ৫২ টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রির উদ্যোগ গ্রহন করেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন।
সে মোতাবেক আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ২১টি ইউনিয়নের জন্য ২১টন ও পৌরসভার জন্য ৫০০ কেজি পিঁয়াজ জনসাধারণের নিকট বিক্রির জন্য ডিলারের নিকট প্রদান করা হয়।


ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন স্ব-শরীরে দাড়িয়ে থেকে ডিলারদের মাঝে এ পিঁয়াজ সরবরাহ করেন।
তিনি জানান, পিঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে ও ন্যায্য মূল্যে জনসাধারণের নিকট পিঁয়াজ সরবরাহ করতে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার ২২টি পয়েন্টে ওএমএস ডিলারদের মাধ্যমে প্রতিদিন সাড়ে ২১ টন পিঁয়াজ বিক্রি করা হবে। আশাকরি এতে জনসাধারণের দূর্ভোগ অনেকাংশে কমে যাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com