মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন
ভারতের মহারাষ্ট্রের পলগড়ে বাংলাদেশের ১২ নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এনডিটিভি জানিয়েছে, বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ৯ জন আবার নারী। গ্রেপ্তারকৃতদের নাম এখনও প্রকাশ করা হয়নি। এই মুহূর্তে বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে ভারতে তুলকালাম চলছে। বিক্ষোভ করছেন অসাম্প্রদায়িক চেতনার নাগরিকেরা। অন্যদিকে সেই আইন মেনে জায়গায় জায়গায় চলছে ধর-পাকড়।
সোমবার সমগ্র ভারত যখন জামিয়ার শিক্ষার্থীদের ওপর পুলিশী হামলার প্রতিবাদে মুখর, তখনই ভিন্ন ছবি দেখা গেল মহারাষ্ট্রে। রাজ্যের সন্ত্রাসবিরোধী সেল বা দপ্তরের কর্মকর্তারা চিরুনি তল্লাশি চালিয়ে ১২ বাংলাদেশিকে গ্রেপ্তার করেন। রাজ্যে যাতে হিংসা ছড়াতে না পারে এবং দেশে অনুপ্রবেশ রুখতেই নাকি এই পদক্ষেপ বলে জানিয়েছেন সেই কর্মকর্তারা।
অ্যান্টি টেররিজম সেলের (এটিসি) উচ্চপদস্থ কর্মকর্তা মানসিং পাতিল জানিয়েছেন, ১২ জন বাংলাদেশির কারও কাছে কোনো বৈধ কাগজ বা পরিচয়পত্র ছিল না। তারা ভারতের নাগরিক নন। কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতের ঢুকে পলগড়ের বইসার এলাকায় বেআইনিভাবে বসবাস করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। কীভাবে তারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে দীর্ঘদিন বসবাস করছে সেটা জানতে এখন জিজ্ঞাসাবাদ চলছে।