রবিবার, ২৭ Jul ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
জনি সাহা : চুরির অপবাদে কিশোরকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে ও গলায় ঝাড়ু এবং জুতার মালা পরিয়ে নির্যাতনের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকালে ওই কিশোরের নানী আলেয়া বেগম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ১২ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে দোকানের মালিক রাশেদ ও অপর আসামী পৌর মাংস বাজারের কসাই ইসমাইলকে আটক করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া জানান, চুরির অপবাদে কিশোর নির্যাতনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত প্রধান দুই আসামীকে আটক করা হয়েছে।