মাঘের শুরুতেই আবারও নীলফামারীতে বৈছে হাড় কাঁপানো শীত। গত কয়েক দিনের
হিমেল বাতাশ আর তীব্র শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে এ অঞ্চলে। উত্তর
জনপদের হিমালয় ঘেষা কৃষি নির্ভরশীল জেলা নীলফামারী সহ ঠাকুরগাঁও, পঞ্চগড়
জেলা। প্রত্যেক বছরই হেমন্তের শুরু থেকেই এ অঞ্চলে হাল্কা শীত অনুভুত
হলেও, এছর পৌষ কাটিয়ে মাঘ এর শুরুতেই বৈছে হাড় কাঁপানো শীত। ক্রমান্বয়ে
কমছে তাপমাত্রা। গত কয়েক দিনে তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের প্রভাব।
এর ফলে গত কয়েক দিন ধরেই শরীরে কাপন ধরিয়ে দিয়েছে এবারের শীত। মঙ্গলবার
সৈয়দপুর ও ডিমলা আবহ্ওায়া অফিস সূত্রে জানা যায়, নীলফামারীর সৈয়দপুর
উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ও সর্বোচ্চ ১৭.৩ ডিগ্রী সে. ডিমলা
উপজেলায় সর্বনিম্ন ১১.৭ ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রী সে.।
জেলার সদর উপজেলার রামনগর গ্রামের মৃতঃ নাছির উদ্দিন ছেলে একরামুল হক
জানান, “এ বছর মাঘ মাসের শুরুতেই এমন হাড় কাঁপানো শীতে কাজে যেতে পারছিনা
। দিনে ও রাতে খর কুটা জ্বালিয়ে শীত নিবারের চেষ্টা করছেন অনেকেই”।
এদিকে, যৌথ উদ্যোগে সকালে কোয়ালিটি স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অসহায়
দরিদ্র শীতার্তদের মাঝে ১৫০পিচ কম্বল বিতরণ করা হয়। জেলা সদরের বিভিন্ন
স্থানে ঘুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন নীলফামারী
রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রচার সম্পাদক এম.আর.রাজু এবং সাবেক ধর্ম ও
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান মানিকে। এ সময় উপস্থিত পিন্ট ও
অনলাইন মিডিয়া সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
নীলফামারী থেকে মোঃ আব্দুর রউফ