রবিবার, ২৭ Jul ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নির্বাচন ভন্ডুলের অপচেষ্টা রুখতে ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার মেয়েরাই নন, পুরুষরাও করে শুধু আলোচনায় আসে না: কাজল গৌরীপুরে বেস্ট লাইফ ইন্সুইরেন্সের উদ্যোগে পুরষ্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব নীরবতায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের নওগাঁয় বাবার দ্বিতীয় বিয়ে মানতে না পেরে চিরকুট লিখে কিশোরী আত্মহত্যা  স্বদেশ প্রোপার্টিজের অবৈধ বালু ভরাট বন্ধে রাজউকের নির্দেশনা ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১ চলে গেল সপ্তম শ্রেণির জারিফও, নিহত বেড়ে ৩৪ ৯০ বছরের ঐতিহ্য হোবা ঘোষের রসগোল্লা রাজশাহীর পবায় ভাইয়ের হাতে ভাই খুন, মা-ছেলে গ্রেপ্তার
বঙ্গোপসাগরে নৌ-বাহিনীর হাতে আটক ৬৩ ভারতীয় জেলে কারাগার থেকে মুক্ত

বঙ্গোপসাগরে নৌ-বাহিনীর হাতে আটক ৬৩ ভারতীয় জেলে কারাগার থেকে মুক্ত

মোংলা প্রতিনিধি: বঙ্গোপসাগরে দেশীয় জলসীমায় অনুপ্রবেশ ও অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে বাংলাদেশ নৌ-বাহিনীর হাতে আটক ৫টি ফিশিং ট্রলারসহ ৬৩ জন ভারতীয় জেলে আদালতের মাধ্যমে মুক্তি পেয়েছে। আর্šÍজাতিক জলসীমা অধ্যাদেশ বিধি লঙ্গনের দায়ে দীর্ঘ প্রায় ৪ মাসের মতো সময় বাগেরহাট জেলা কারাগারে ছিল এ সকল জেলেরা। দীর্ঘ দিন পরে দু’দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মধ্যস্থতা ও আইনী প্রক্রিয়ার শেষে ভারতীয় জেলেদের ট্রলারসহ বুঝে নেন ভারতীয় সহকারী হাই কমিশনার। আটকের ৪ মাস পর তাদের নৌ-যান (ফিশিং ট্রলার) ও ব্যাহৃত মালামালসহ বুধবার বিকালে মোংলা থেকে স্বদেশে যাত্রা করেনে জেলেরা।
ভারত-বাংলাদেশ দু’দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মধ্যস্থতা ও আইনী প্রক্রিয়ায় শেষে দীর্ঘদিন কারাভোগের পর ৬৩জন ভারতীয় জেলেদের ট্রলার ও ব্যাবহৃত মালামালসহ বুঝে নেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার পান্ডা। বাগেরহাট জেলা প্রশাসকের পক্ষে মোংলা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশি এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ প্রসাশনের উপস্থিতিতে মোংলা ফেরীঘাট থেকে মঙ্গলবার বিকালে সমুদ্র পথেই ৫টি ফিশিং ট্রলারসহ ভারতের স্বদেশে রওয়ানা হয়েছেন ভারতীয় এ সব জেলেরা।
মোংলা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশি জানান, বঙ্গোপসাগরে বন্দরের ফেয়ারওয়ে বয়ার আদুরে প্রায় ৭০ থেকে ১২৫ কিলোমিটার দেশেীয় জলসীমায় অনুপ্রবেশ করে ভারতীয় জেলেরা। বাংলাদেশের নৌ-বাহিনীর সদস্যরা দেশীয় সমিানায় প্রবেশ ও মাছ ধরার অভিগোগে গত অক্টোবর মাসে ৪ দফায় ট্রলার সহ ভারতীয় এ সকল জেলেরা নৌ বাহিনী ও কোস্টগার্ডের টহলরত অভিযানকারী দলের সদস্যদের হাতে আটক হয়েছিল। পরে কোষ্টগার্ড ও নৌ-সেনারা ট্রলারসহ জেলেদের মোংলা থানায় হস্তান্তর করলে পৃথক মামলা দায়ের করে জেল হাজতে পাঠায় পুলিশ। দীর্ঘ প্রায় কয়েক মাস কারাভোগের পর আদালতের মাধ্যমে ২৯ জানুয়ারী দুপুরে জেল থেকে ছাড়া পায় এ সকল ভারতীয় জেলেরা।
তাদের স্বদেশ যাত্রা নিশ্চিত ও নিরাপদ করতে বুঝে দেয়া হয় আইনী প্রক্রিয়ায় মুক্তি পাওয়া প্রয়োজনীয় কাগজপত্র এবং আটকের সময় জেলেদের কাছ থেকে জব্ধ করা সকল মালামাল। এছাড়াও আদালতের মাধ্যমে ভারতীয় জেলেদের মুক্তির বিষয়টি নৌ-বাহিনী ও কোস্টগার্ডকে অবহীত করা হয়েছে বরেও জানান নির্বাহী কর্মকর্তা।
দেশে রওয়ানা হওয়ার আগে নানাভাবে নিজেদের অনুভুতি প্রকাশ করেন সদ্য কারামুক্ত ভারতীয় এসব জেলেরা। তারা সতুফ্রুতভাবে প্রসংশা করেন বাংলাদেশের প্রশাসন, কারাগার, আদালত ও অইনী প্রক্রিয়ার। একই সঙ্গে জলসীমা বিধি লঙ্গন ও অনুপ্রবেশের ক্ষেত্রে নিজেরা আরও বেশি সচেতন হবেন এবং অন্য জেলেদেরও সচেতন করে তুলবেন তারা।
উল্লেখ্য, দেশীয় জলসীমায় প্রবেশ করার কারনে গভীর সাগর থেকে গত ১ অক্টোবর ১৫ জন, ৪ অক্টোব ২৩ জন ও ১৪ অক্টোবর ১১ জন, ২২ অক্টোবর ১৪ জন, ১০ ডিসেম্বর ১৪জন এবং ১৭ জানুয়ারী ২৬ ভারতীয় জেলেকে আটক করা হয়। এ পর্যন্ত মোট ৯টি ট্রলারসহ ১০৩ জন ভারতীয় জেলে কোষ্টগার্ড ও নৌবাহিনীর হাতে আটক হয়। তা থেকে ৫টি ট্রলার ও ৬৩ জেলে মুক্ত হলেও ৪টি ফিশিং ট্রলারসহ ৪০ জেলে বর্তমানে বাগেরহাট জেল হাজতে আছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com