রবিবার, ২৭ Jul ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
আবুল বাশার পলাশঃ ঢাকাস্থ নান্দাইল উপজেলা কল্যান সমিতির আয়োজনে ৭ ফেব্রুয়ারী শুক্রবার ভাওয়াল উদ্যান গাজীপুরে এক বনতভোজন অনুষ্ঠিত হয়েছে। উক্ত বনভোজনে ময়মনসিংহ জেলার নান্দাইলের মানুষের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিনত হয়। সকাল ১০ টা শুরু হয় খেলাধুলা, তার পর জুমার নামাজের পর ভোজন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত বনভোজনে সমিতির সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক মাসুদ রানা ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জামাল ভূইয়ার আহবানে ঢাকায় বসবাসরত চাকুরীজীবি ব্যবসায়ী সমাজসেবক সহ অনেকেই উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মঞ্চ মাতালেন সিঙ্গার শরীফ ও ঢাকা থেকে আগত চ্যানেল আই সেরা কন্ঠ ২০১৬ শানতা পাল তুলি। সবশেষে ছিলো রেফেল ড্র।পুরুষ্কার ছিলো মোট ৫১ টি। প্রতিবছর এমন সুন্দর বনভোজনের মাধ্যমে ঢাকায় বসবাস রত নান্দাইল বাসি একত্রিত হতে পেরে ও বনভোজন সফল ভাবে শেষ করায়, আয়োজকদের ধন্যবাদ জানান সকলেই।