বৃহস্পতিবার, ১৯ Jun ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরায় জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের উদ্যোগে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শঙ্কর মজুমদার, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা, সাধারণ সম্পাদক প্রহলাদ সাহা রবি, সদর উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব সঞ্জয় দেবনাথ প্রমূখ।
পরে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে শহরের চক বাজার থেকে আলোর মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।