বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কোটচাঁদপুরে আপোষ নামায় জাল স্বাক্ষর করে মামলা খারিজের অভিযোগ নরসিংদীতে বিএনপি নেতাকে চাঁদা না-দেয়ায় শারিরীক নির্যাতন: থানায় অভিযোগ এলেঙ্গা প্রেসক্লাবের কমিটি গঠন– সভাপতি: রমজান, সম্পাদক: মোজাফর নারায়ণগঞ্জের ফতুল্লায় হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নিল মাদককারবারিরা বৈদ্যূতিক লাইনম্যান থেকে হয়ে উঠা পান কবিরাজ শাহ জালালের ভূয়া কবিরাজি চিকিৎসার ফাঁদে হাজারো মানুষ! পবিত্র মাহে রমজান উপলক্ষে পণ্যের গুনগত মান এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত সার্ভিল্যান্স অভিযান শেখ হাসিনা-রেহানা পরিবারের আরও ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অষ্টম শ্রেনির শিক্ষার্থী নিহত শিক্ষা অফিসের আদেশকে কোন গুরুত্ব দেননি প্রধান শিক্ষক

ফেসবুকে ভাইরাসের হানা

আপনার কোনও বন্ধুর পাঠানো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। বিশেষ করে ভিডিও বা ছবি। যদি একান্তই ইচ্ছে করে ক্লিক করতে, তাহলে ক্লিক করার আগে বন্ধুকে একটি মেসেজ করে জেনে নিন সেই লিঙ্ক সে পাঠিয়েছে কি না। সেই সঙ্গে হুট করে কোনও গেম রিকোয়েস্টেও সাড়া দেবেন না। হতেই পারে সেটা সাইবার অপরাধীদের কারসাজি।

এর মধ্যে রয়েছে উপহারের টোপ। দামী সামগ্রী জেতার সুযোগ দিয়ে এই টোপ তৈরি করা হয়। এমত নানাবিধ বিপজ্জনক ভাইরাস ঘোরাফেরা করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের চৌহদ্দিতে।

সুতরাং সাবধান। জেনে নিন এদের হাত থেকে রেহাই পেতে কী করবেন।

যদি বোঝেন ভাইরাসের পাল্লায় পড়েছেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ফেসবুকের পাসওয়ার্ড বদলে ফেলুন। পাশাপাশি সমস্ত বন্ধুদের জানিয়ে দিন, আপনি ভাইরাসের পাল্লায় পড়েছেন। এর পর ডাউনলোড করে নিন রিইমেজ বা প্লামবাইটস অ্যান্টি-ম্যালওয়্যার। তার পর আপনার কম্পিউটার স্ক্যান করুন।

প্রসঙ্গত, ২০১৭ সালের শেষ দিকে ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছিল ফেসবুকে। সামান্য অসতর্কতাতেই ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ার আতঙ্কে পড়তে হয়েছিল ব্যবহারকারীদের। বছর ঘুরলেও এখনও সক্রিয় হ্যাকাররা। গত জানুয়ারিতেই সিঙ্গাপুরে হানা দিয়েছিল এই ভাইরাস। সেখানকার ফেসবুক ব্যবহারকারীরা পড়েছিলেন চরম বিড়ম্বনায়।

এই ম্যালওয়্যারগুলির মধ্যে সবথেকে বেশি যার নাম শোনা যায় সেটি হল ফেসবুক ভিডিও ভাইরাস। ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমেই মূলত এটি ছড়িয়ে পড়ে। এছাড়াও নানা রকম ম্যালওয়্যার রয়েছে। কখনও আপনার বন্ধু তালিকার সবাইকে স্প্যাম মেসেজ পাঠিয়ে, কখনও বা কোনও ‘ফেক’ প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমেও তা ছড়িয়ে পড়তে পারে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com