রবিবার, ১২ মে ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন

সিলেটে রাস্তায় পড়ে থাকা ওই বিদেশির করোনা হয়নি

সিলেটে রাস্তায় পড়ে থাকা ওই বিদেশির করোনা হয়নি

ভিশন বাংলা ডেস্ক: অসুস্থ অবস্থায় সিলেট শহরের রাস্তার পাশে পড়ে ছিলেন এক বিদেশি। করোনাভাইরাস সন্দেহে স্থানীয়রা তাকে উদ্ধার করতে যায়নি। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর করোনাভাইরাস হয়নি।

গতকাল শনিবার বিকেলে সিলেট শহরের মীরবক্সটুলা এলাকায় রাস্তায় অচেতন হয়ে পড়ে ছিলেন ৪৫ বছর বয়সী মার্কু নামে ওই ব্যক্তি।

উদ্ধার করে ওসমানী হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন তিনি। তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে তিনি মাদকাসক্ত হওয়ায় অচেতন হয়ে পড়েছিলেন রাস্তার পাশে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট সিটি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।

ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক হিমাংশু লাল গণমাধ্যমকে বলেছেন, ফিনল্যান্ডের এই নাগরিকের শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ নেই।

সিলেট শহরের হাওয়াপাড়া এলাকায় হোটেল নাজালের একটি কক্ষে গত দেড় মাস ধরে থাকছেন ওই বিদেশি।

চিকিৎসকরা বলছেন, তার কিছু শারীরিক সমস্যা রয়েছে। এসবের চিকিৎসা চলছে। তিনি এর আগেও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com