মোঃ নজরুল ইসলাম খান, মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
করোনা ভাইরাস (কোভিড-১৯) সারা বিশ্বে এক মহামারী আকার ধারণ করেছে। আজ বিশ্ব আঁধারে নিমজ্জিত। আজ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। এর প্রভাব বাংলাদেশেও শুরু হয়ে গেছে। এর প্রভাব থেকে বাঁচার জন্য মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষণা অনুযায়ী লকডাউন চলতেছে। করোনা ভাইরাস থেকে বাঁচার সচেতনতার লক্ষ্যে জাগ্রত মানব সংঘের কেন্দ্রিয় কমিটির অর্থ-সম্পাদক সাংবাদিক মাওলানা কে.এম. নজরুল ইসলাম খানের উদ্দ্যোগে জীবাণু নাশক স্প্রে ছিটানো হয়েছে।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১ ঘটিকার সময় আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার গ্রামে মাওলানা সাংবাদিক কে.এম নজরুল ইসলাম খান, মোঃ রবিউল আলম এবং ধরখার ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি প্রার্থী রবিন চৌধুরীর নেতৃত্বে জীবাণু নাশক স্প্রে ছিটানো হয়।
এ সময় পূর্ণ উদ্যমতার সাথে জীবাণু নাশক স্প্রে ছিটানোর কাজে অংশগ্রহণ করেছে মোঃ শাহ জাহান, হাফেজ আব্দুল হাকিম, আব্দুল আজিজ, সিয়াম চৌধুরী, সাইম চৌধুরী, তোর্জয় চৌধুরী, স্বজল মিয়া প্রমুখ।