রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

আগৈলঝাড়ায় উদ্ধারকৃত অজ্ঞাত নারীর লাশ দাফন সম্পন্ন

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ২৮৩

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকায় উদ্ধার হওয়া ষাটোর্ধ বয়সী অজ্ঞাত নারীর লাশ বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলাম এর উদ্যোগে শনিবার দাফন সম্পন্ন হয়েছে।
থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার দুপুরে বাকাল ইউনিয়নের পয়সা-কদমবাড়ি সড়কের পয়সারহাট ব্রিজের নীচে সড়কের পার্শ্বে  থেকে ষাটোর্ধ বয়সী অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেন তিনি।
উদ্ধারকৃত নারীর লাশের পরিচয় স্থানীয়দের সহযোগীতায় বিভিন্ন স্থানসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ওই নারীর পরিচয় খুঁজে বেড়ায় পুলিশ।
ওই নারীর কোন পরিচয় না পেয়ে উদ্ধারকৃত লাশ থানায় এনে প্রাথমিকভাকে অপমৃত্যু মামলা দায়ের করা হয় থানায়, নং-৭ (১০.৪.২০)। শুক্রবারই অজ্ঞাত নারীর লাশ বরিশাল মর্গে প্রেরণ করেন পুলিশ।
এসআই নাসির উদ্দিন জানান, পোষ্ট মর্টেম শেষে বরিশাল আঞ্জুমান মফিদুল ইমলাম বেওয়ারিশ লাশ হিসেবে শনিবার দুপুরে ওই নারীর লাশ দাফন সম্পন্ন করেছে। নারীর পরিচয় উদ্ধার ও মৃত্যুর কারন উদঘাটনে পুলিশ অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com