রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

নরসিংদীতে করোনায় সাংবাদিকসহ একদিনে আক্রান্ত ১৬

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ২৬৬

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীতে করোনায় সাংবাদিকসহ একদিনে আক্রান্ত হয়েছেন ১৬ জন। আজ সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস।

এ নিয়ে নরসিংদী জেলায় মোট ২১ জন করোনা রোগী শনাক্ত হলো। এর আগে নরসিংদী জেলায় ৫ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে নরসিংদী সদরে ১ জন (বর্তমানে সুস্থ), পলাশে ১ জন ও রায়পুরায় ৩ জন।

ইমরুল কায়েস জানান, গতকাল রবিবার নরসিংদী থেকে করোনা উপসর্গ সন্দেহভাজন ২৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। আজ সোমবার ফলাফলে ১৬ জনের করোনা পজেটিভ আসছে। এরমধ্যে একজন জেলার সাংবাদিকও রয়েছেন।

উল্লেখ্য গত বুধবার নরসিংদী জেলা হাসপাতালের এক মালির করোনা পজেটিভ ধরা পড়ে। ওই মালি জেলার রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের বাসিন্দা। এরপর তার স্ত্রী ও তিন সন্তানসহ হাসপাতালের ৫ জন ডাক্তার ও নার্সকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়।

মালির সংস্পর্শে আসা হাসপাতালের ১১ জন কর্মকর্তা কর্মচারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। নমুনা পরীক্ষায় সকলের করোনা নেগেটিভ আসলেও মালির স্ত্রী (৩৫) করোনা পজেটিভ ধরা পড়ে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com