বুধবার, ২৩ Jul ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে রাতের আঁধারে বিভিন্ন জেলায় পালিয়ে যাচ্ছিলেন ৪৮৫ জন নারী-পুরুষ। লকডাউন অমান্য করায় গতকাল মঙ্গলবার রাতে ফতুল্লার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করেছে পুলিশ। আটককৃতদের নিজ নিজ বাসায় ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে তাদের বহনকৃত ৭টি পিকআপ ১টি ট্রাক ও ১টি বাল্কহেড আটক রাখা হয়েছে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বাল্কহেডযোগে নদী পথে কিশোরগঞ্জে যাওয়ার পথে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে ধাওয়া করে ৭০ থেকে ৭৫ জন যাত্রীকে আটক করা হয়। পরে যাত্রীরা যেখান থেকে এতে উঠেছিল সেখানে পৌঁছে দেওয়া হয়েছে এবং ট্রলার ও বাল্কহেড আটক করা হয়েছে।
তিনি জানান, একই রাতে ফতুল্লার টাগারপার থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওয়ানা হওয়া যাত্রী ভর্তি ৩টি পিকআপ আটক করা হয়। এতে প্রায় দেড় শতাধিক যাত্রী ছিল। ওসি আরো জানান, রাতেই মাউরাপট্টি থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করা যাত্রীভর্তি চারটি পিকআপ আটক করা হয়েছে। এসব পিকআপে প্রায় দুই শতাধিক যাত্রী ছিল। তিনি জানান, ফতুল্লার পঞ্চবটী থেকে কিশোরাগঞ্জ যাওয়ার পথে সাইনবোর্ড এলাকায় প্রায় ৬০ জন যাত্রীসহ একটি ট্রাক আটক করা হয়। সব যাত্রীকে যেখান থেকে উঠেছিল সেখানে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি গাড়িই থানা হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে আটককৃতরা বলেন, কাজকর্ম বন্ধ। তাই খাবারে যেমন সমস্যা তেমনি এখানে থাকাও ঝুঁকি। তাই নিজ গ্রামের বাড়ি চলে যাচ্ছি। আটককৃতরা বেশির ভাগই রাজশাহী, দিনাজপুর, রংপুর ও কুস্টিয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।