শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন
করোনাভাইরাস সংকটে বেওয়ারিশ কুকুরও খাদ্য সংকটে পড়েছে। তাদের জন্য খাদ্য সাহায়তা নিয়ে এগিয়ে আসলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম।
জানা গেছে, মানিকগঞ্জ পৌর এলাকায় কয়েকশ বেওয়ারিশ কুকুর রয়েছে। এসব কুকুর মূলত হোটেল, রেস্তোরার ফেলে দেও খাবার খেয়ে জীবন ধারণ করতো। কিন্তু করোনাভাইরাস সক্রামণ রোধে গত প্রায় এক মাস ধরে সব হোটেল রেঁস্তোরা বন্ধ। ফলে না খেয়ে রয়েছে কুকুর। বিষয়টি নজরে আসে পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমের। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে যেয়ে কুকুরদের নিজ হাতে পাউরুটি খাওয়ান।
গাজী কামরুল হুদা সেলিম বলেন, ‘বেওয়ারিশ হলেও এরা ফেলে দেয়া খাবার খেয়ে আমাদের পরিবেশ পরিস্কার রাখতে অনেকটা সাহায্য করে। কিন্তু পরিস্থিতি তাদেরকেও অনাহারে রেখেছে। খাবার না পেলে মরে যাবে। ক্ষিপ্ত হয়ে মানুষের ওপর হামলাও করতে পারে। সে কারনেই ওদের খাবারের ব্যবস্থা করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে।’ প্রতি দুই দিন পরপর কুকুরের জন্য খাবারের ব্যবস্থা হবে বলে জানান তিনি।