সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ অপরাহ্ন

হবিগঞ্জে প্রতিবন্ধীকে মারধরের প্রতিবাদ করায় কিশোর খুন

হবিগঞ্জে প্রতিবন্ধীকে মারধরের প্রতিবাদ করায় কিশোর খুন

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের প্রতিবাদ করায় এক কিশোরকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আসামপাড়া এলাকায় হবিগঞ্জ-বাল্লা এলাকার পরিত্যক্ত রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সজিব মিয়া (১৮)। তিনি চুনারুঘাট উপজেলার আসামপাড়া এলাকার উস্তার মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রেললাইনের পাশে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে মারধর করেন আসামপাড়ার ফয়সল মিয়া। এর প্রতিবাদ করেন সজিব। এ সময় সজিবের সঙ্গে তার হাতাহাতি হয় এবং উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

রোববার রাতে রেললাইনে বসে মোবাইলে গেমস খেলছিলেন সজিব।

এ সময় পেছন দিক থেকে তার পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় ফয়সল।

স্থানীয়রা গুরুতর আহত সজিবকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বলেন, প্রতিবন্ধীকে মারপিটের প্রতিবাদ করার ঝগড়ার জের ধরেই ফয়সল সজিবকে হত্যা করেছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com