মঙ্গলবার, ২৫ Jun ২০২৪, ০১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেনজীর দোষী সাব্যস্ত হলে দেশে ফিরতেই হবে: কাদের কথা, কবিতা,সংগীত ও নৃত্যে রবীন্দ্র -নজরুল জয়ন্তী ১৪৩১ উদযাপন ডেঙ্গু : মে মাসে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ৬৪৪ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হতে পারে আওয়ামী লীগের ত্যাগী নেতা ফখরুল ইসলাম প্রিন্স নওগাঁর মান্দায় নিয়ম-বহির্ভূত রেজুলেশন ছাড়াই উপজেলার একটি প্রাথমিক স্কুলের টিন বিক্রির অভিযোগ আর্তনাদ করা সেই পরিবারের পাসে IGNITE THE NATION ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত শরণখোলা ও সুন্দরবন নওগাঁর শৈলগাছী ইউনিয়ন পরিষদের ২০২০০৪-২০২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা নরসিংদী মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা কালাইয়ে সহিদুল হত্যা মামলায় দশজনের যাবজ্জীবন
আগৈলঝাড়ায় সাংবাদিক পরিবারের উপর হামলার ঘটনায় অবশেষে মামলা

আগৈলঝাড়ায় সাংবাদিক পরিবারের উপর হামলার ঘটনায় অবশেষে মামলা

আগৈলঝাড়ায় সাংবাদিক পরিবারের উপর
হামলার ঘটনায় অবশেষে মামলা
আগৈলঝাড়া প্রতিনিধিঃ করোনা আতংঙ্কে বাড়ির ভেতরে ফেরীওয়ালাকে ঢুকতে মানা করায় সাংবাদিক পরিবারের উপর হামলা চালানো সেই দুধ বিক্রেতা হারুন মল্লিক ও তার সন্ত্রাসী দুই পুত্র হাচান মল্লিক ও হাবিব মল্লিক বিরুদ্ধে অবশেষে আগৈলঝাড়া থানায় মামলা হয়েছে।
হামলায় আহত সাংবাদিক ও থানাসূত্রে জানাগেছে, উপজেলার পশ্চিম সুজনকাঠি (মল্লিক বাড়ী) গ্রামের দুধ বিক্রেতা হারুন মল্লিককে ১৬ এপ্রিল বৃহস্পতিবার বাড়ির ভেতরে ঢুকে ফেরী করে দুধ বিক্রয় করতে গেলে তাকে নিষেধ করে সাংবাদিক অমিয় করের মাতা অঞ্জলী কর। এতে প্তি হয়ে ধারালো অস্ত্র নিয়ে ১৭ এপ্রিল শুক্রবার সকালে দুধ কিক্রেতা হারুন মল্লিককের সন্ত্রাসী দুই পুত্র হাচান মল্লিক ও হাবিব মল্লিক লোকজন নিয়ে সাংবাদিক অমিয় কর এর বাড়িতে হামলা চালায়। এসময় সাংবাদিকের ঘরে ঢুকে মারধর করে আহত করে সাংবাদিক অমিয় কর ও তার মাতা অঞ্জলী কর , সাংবাদিকের মেঝ ভাই প্রদীপ কর এর স্ত্রী ঝর্নাকর, ভাই প্রভাত কর’কে মারধর করে আহত করে। অঞ্জলী কর এর গলায় থাকা ১ভরি ওজনের চেইন ও প্রভাত কর এর গলায় থাকা ৮ আনা ওজনের চেইন ছিনিয়ে নেয়। এসময় ঝর্নাকর’কে জোর করে তুলে নিতে চাইলে সাংবাদিক পরিবারের ডাক-চিৎকারে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার করে। ওই সময় হামলাকারীরা পালিয়ে গেলেও আহতরা চিকিৎসার জন্য গৈলা হাসপাতালে রওনা দিলে পথে মধ্যে তাদের আটক করে পূর্নরায় মারধর করতে থাকে। পথে হামলাকারীদের দেখেই সাংবাদিক অমিয় কর আগৈলঝাড়া থানায় ফোন করে জানালে এস.আই মোক্তার ঘটনাস্থালে গিয়ে তাদের উদ্ধার করে। হামলাকারীরা পুলিশের সামনে তাদের প্রাননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহতদের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় সাংবাদিক অমিয় কর বাদী হয়ে ওই দিন আগৈলঝাড়া থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত শেষে অভিযোগ এজাহার হিসাবে গন্য করে গত ২০ এপ্রিল রাতে মামলা নেওয়া হয়। মামলা নং ১০ তাং ২০/০৪/২০২০ইং।
আহত সাংবাদিক জানান, অবশেষে মামলা হলেও কোন আসামী গ্রেফতার না করায় অন্তোষ প্রকাশ করেন। অতিশীর্ঘ্রই আসামীদের গ্রেফতার করার দাবী জানিয়েছেন তিনি।
এঘটনায় আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন জানান, পুলিশ তৎপর রয়েছে অতিশীর্ঘ্রই আসামীদের গ্রেফতার করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com