সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে প্রতিবেশির ঘর থেকে ৬ বছর বয়সী শিশুকন্যার মরদেহ উদ্ধার !

ঠাকুরগাঁওয়ে প্রতিবেশির ঘর থেকে ৬ বছর বয়সী শিশুকন্যার মরদেহ উদ্ধার !

ঠাকুরগাঁও প্রতিনিধি: 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় রিমা আক্তার (৬) নামে এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মে) বিকালে জেলার হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের কাশুয়া পাড়া গ্রামে প্রতিবেশী আব্দুল বারেকের ঘর থেকে রিমার মরদেহ উদ্ধার করা হয়।

রিমা আক্তার ওই এলাকার মিরাজুল ইসলামের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি আমিরুজ্জামান।

নিহত রিমা আক্তারের বাবা মিরাজুল ইসলামের বরাত দিয়ে ওসি জানান, সকালে নাস্তা খাওয়ার পর বাড়ির পাশে খোলা করছিল রিমা। দুপুরের খাওয়ার সময় এলে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেও খুঁজে পাচ্ছিল না। এ সময় প্রতিবেশী আব্দুল বারেকের ঘরে খুঁজতে গেলে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। পরে পুলিশে খবর দিলে তার মৃত দেহ উদ্ধার করে থানায় আনা হয়।

ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে শ্বাসরোধ করে শিশুটিকে মেরে ফেলা হয়েছে।

ঘটনার পর থেকে প্রতিবেশী আব্দুল বারেক ও তার পরিবারের লোকেরা পলাতক রয়েছে।

মৃতদেহ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা কান্ডের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তদন্ত চলছে বলেও জানিয়েছেন ওসি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com