বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন
আগৈলঝাড়ায় যৌতুকের জন্য গৃহবধুকে
মধ্যযোগীয় কায়দায় অমানুষিক নির্যাতন
থানায় মামলা, স্বামী গ্রেফতার
মোঃ জহিরুল ইসলাম সবুজ. আগৈলঝাড়া: বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের দাবীতে স্ত্রী হত্যার রেষ কাটতে না কাটতেই পাশ্ববর্তী বেলুহার গ্রামে যৌতুকের দাবীতে ইসরাত জাহান (৩০) নামের এক গৃহবধুকে মধ্যযেগীয় কায়দায় অমানুষিক নির্যাতনের আরেকটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। এঘটনায় বৃহস্পতিবার মামলা দায়েরের পর রাতে নির্যাতনকারী স্বামীকে আটক করেছে পুলিশ।
থানায় লিখিত অভিযোগ ও নির্যাতিতা গৃহবধুর পারিবারিক সূত্রে জানা গেছে, ১৪ বছর পূর্বে আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের কন্যা ইসরাত জাহানের সাথে একই উপজেলার বেলুহার গ্রামের মৃত মৌজে আলী সেরনিয়াবাতের পুত্র পল্লী চিকিৎসক রুহুল আমীন সেরনিয়াবাতের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র ও কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী রুহুল আমীন স্ত্রী ইসরাত জাহানকে তার বাবার বাড়ী থেকে তিন লক্ষ টাকা যৌতুক এনে দিতে বলেন। এনিয়ে তাদের পরিবারে দাম্পত্য জীবনে কলহ বিরাজ করছিলো। গত এক বছরপূর্বে স্ত্রী ইসরাত জাহানের অনুমতি না নিয়েই শারমিন বেগম নামের এক নারীকে বিয়ে করে বাড়ীতে নিয়ে আসে রুহুল আমীন। এরপর থেকেই প্রথম স্ত্রী ইসরাত জাহানকে শারিরিক ও মানসিক নির্যাতন শুরু করে স্বামী রুহুল আমীন। গত রবিরাব (২৪ মে) রাতে যৌতুকের দাবীতে প্রথম স্ত্রী ইসরাত জাহানকে মধ্যযেগীয় কায়দায় অমানুসিক নির্যাতন করে তিনদিন ঘরের মধ্যে আটকে রাখে রুহুল আমীন। খবর পেয়ে ইসরাত জাহানের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মূমূর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় বৃহস্পতিবার নির্যাতিতার চাচা নুরুল ইসলাম হাওলাদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলার আসামী স্বামী রুহুল আমিন সেরনিয়াবাতকে বৃহস্পতিবার রাতেই এসআই নাসির উদ্দিন নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রুহুল আমিনকে গতকাল শুক্রবার সকালে বরিশাল আদালতের প্রেরন করা হয়েছে।