শুক্রবার, ১৮ Jul ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
মোঃ জহিরুল ইসলাম সবুজ. আগৈলঝাড়া:
বরিশাল ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির স্ত্রী এবং বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মা। বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী নারী মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহ’র স্মরণে বরিশালের আগৈলঝাড়া শ্রী শ্রী বিষ্ণু মন্দির প্রাঙ্গনে গতকাল শনিবার সন্ধ্যায় পূজা উদযাপন পরিষদের উদ্যেগে সাহান আরা আব্দুল্লার আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরে শ্রী শ্রী বিষ্ণু মন্দিরে বিশেষ বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে এক মিনিট নিরবতার পালনের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ. সহ-সভাপতি নিত্যানন্দ মজুমদার. তারক চন্দ্র দে. সাধারণ সম্পাদক বিপুল দাস. অনিমেষ মন্ডল. অমূল্য রতন বাড়ৈ . নিখিল সমদ্দার.আভা মূখার্জি. প্রদিপ কুমার উজ্জল লাহিড়ী. আশিষ তপাদার, প্রফুল্ল চন্দ্র সরকার.মৃদুল দাস প্রমুখ।বক্তারা অত্র উপজেলার হিন্দু পর্ব পার্বনে সাহান আরা আব্দুল্লার অবদানের অংশগ্রহণ তুলে ধরে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।