বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

ফসল রক্ষায় সানি লিওনের পোস্টার!

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৩২

কুনজর থেকে ফসল রক্ষার্থে সানি লিওনের বিকিনি পরা পোস্টার টানিয়েছেন ভারতের এক কৃষক। অভিনব এই পন্থা অবলম্বন করা কৃষকের নাম চেঞ্চু রেড্ডি। তিনি অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

চেঞ্চু রেড্ডি জানান, এ বছর তার ১০ একর জমিতে খুব ভালো ফসল হওয়ায় তা গ্রামবাসীদের আকর্ষণের কারণ হয় দাঁড়িয়েছে। গ্রামবাসী ও পথিকদের কুদৃষ্টি থেকে বাঁচতে সানি লিওনের পোস্টারটি লাগিয়েছেন তিনি।

ছবির ওপর তেলেগু ভাষায় লেখা-‘ওরে, নান্নু চুসি এডাভাকুরা’। এর অর্থ-আমার জন্য কান্নাকাটি বা হিংসা করো না।

তিনি বলেন,  ‘মানুষের নজর এখন আমার ফসলের দিকে যাচ্ছে না। আমার কৌশল কাজে লেগেছে।’

এই কৃষক বলেন, ‘আমাদের সমস্যা দেখতে পুলিশ কখনো এখানে আসে না। তাই ক্ষেতের পাশে এভাবে নায়িকার পোস্টার লাগানো অপরাধ বলে মনে করছি না আমি।’
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com