শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গার্মেন্টস ব্যবসায়িদের নিঃস্ব করে কোটি টাকা প্রতারণা করে লাপাত্তা কৃষক লীগ নেতা হান্নান শেখ! টাকার বিনিময়ে বিদ্যুতের তার খাম্বা মিটার এনে দেন ইলেকট্রিশিয়ান জুলিয়ান!
বাংলা বলতে মনে পড়ে ‘রবীন্দ্রনাথ’

বাংলা বলতে মনে পড়ে ‘রবীন্দ্রনাথ’

চক্ষু চায়। তাই প্রাণ চেয়েছে সারা দেশের। তাঁর চোখের ইশারায়এখন পাগল ত্রিশূর থেকে ত্রিপুরা। সেই প্রিয়া প্রকাশ ভেরিয়ারের কাছে বাংলা মানে রবীন্দ্রনাথ!

মালয়ালি ছবি ‘ওরু আদার লাভ’-এর একটি গানে প্রিয়ার সঙ্গে সহ-অভিনেতা রোশন আব্দুল রউফের ইশারার ক্লিপিংস ভাইরাল। মঙ্গলবার মাঝরাতে ফোনে ধরা গেল প্রিয়াকে। বাংলা বলতে কী মনে পড়ে? আনন্দবাজারের প্রশ্নের উত্তরে জবাব, ‘‘রবীন্দ্রনাথ ঠাকুর।’’

রাত ১২টা ১৫। মানে ভ্যালেন্টাইনস ডে খাতায় কলমে শুরু হয়ে গেছে। আপাতত গোটা দেশের প্রেমের প্রতীক যাঁর হাসি, সেই প্রিয়ার অবশ্য দম ফেলার ফুরসত নেই। পরপর এফএম চ্যানেল, টিভি-র ইন্টারভিউ সেরে কথায় কথায় জানালেন, বাংলার কথা তিনি জেনেছেন রবীন্দ্রনাথের লেখা থেকেই। তাঁর ছোটগল্প, কবিতা তিনি পড়েছেন।

প্রেম উদ্‌যাপনের দিনে কী করছেন ‘ন্যাশনাল ক্রাশ?’ খিলখিল করে হাসছেন বিমলা কলেজের প্রথম বর্ষের কমার্সের ছাত্রী। ‘‘না, না, স্পেশাল প্ল্যান নেই। তবে যা চলছে চারদিকে, আমার বন্ধুরা তো খুবই উত্তেজিত।’’

উত্তেজিত হওয়ারই কথা। ইনস্টাগ্রামে একদিনে ছ’লক্ষ ফলোয়ার পেয়ে রেকর্ড গড়েছে তাঁর অ্যাকাউন্ট। গুগল সার্চেও তিনি হারিয়ে দিয়েছেন ক্যাটরিনা, আলিয়া, সানি লিওন ও দীপিকা পাড়ুকোনদের। প্রথম ছবি মুক্তির আগেই তাই বলিউড থেকে ফোন পাচ্ছেন অষ্টাদশী। প্রিয়া জানালেন, ‘পিঙ্ক’ ছবির নির্মাতা সুজিত সরকার ফোন করেছিলেন তাঁকে।

তবে এত প্রচার, খ্যাতির মধ্যেও তাঁর সারল্য অটুট। তাই প্রিয় অভিনেতা কে জিজ্ঞাসা করায় হেসে তাঁর উত্তর, ‘‘প্রিয় অভিনেতা এই ছবিতে আমার সহ-অভিনেতা রউফ। বলিউডে রণবীর সিংহ, দীপিকাও আমার খুব প্রিয়।’’

তবে প্রিয়া-প্রচারের ঢেউয়ে মিশেছে খানিক বিতর্কও। ছবির ওই গানের কথায় মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত করা হয়েছে বলে বুধবার ছবির পরিচালক ওমর লুলুর বিরুদ্ধে হায়দরাবাদে থানায় অভিযোগ দায়ের করেছে একটি সংগঠন। তাদের দাবি, ছবি থেকে গান বাদ দিতে হবে বা কথা বদলাতে হবে। পরিচালকের অবশ্য বক্তব্য, গানে আপত্তিজনক কিছু বলা হয়নি। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে ধর্মগুরুদের মতামত নেওয়া হবে।

তবে এ নিয়ে ভাবতে নারাজ প্রিয়া। তিনি জানিয়েছেন, বিশদে না জেনে এ নিয়ে কিছু বলবেন না। কিশোরী নায়িকা আপাতত চাইছেন সকলের প্রার্থনা। বলছেন, ‘‘শুধু এই ছবির জন্য নয়, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি, সে জন্যও প্রার্থনা করুন।’’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com