বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলায় পূর্ব শত্রুতার জের ধরে বসত ভিটায় আগুন দিয়েছে র্দূবৃত্তরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী অসহায় পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া ভাটিয়াপাড়ার পশ্চিমে । অভিযোগের সুত্রে জানাযায়, উক্ত গ্রামের মৃত সীতা নাথ রায়ের ছেলে বিশ্ব নাথ রায়ের সাথে প্রতিবেশী মৃত প্রনাথ চন্দ্র রায়ের দুই ছেলে শ্রী সুবাস চন্দ্র রায় ও শ্রী নিপিন চন্দ্র রায়ের সাথে পৈত্রিক জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ এবং শত্রুতা চলে আসছে। ইতো পূর্বে পৈত্রিক জমি জায়গার বিষয়ে বিশ্ব নাথ রায়ের সাথে শ্রী সুবাস চন্দ্র রায় ও শ্রী নিপিন চন্দ্র রায়ের মাঝে মারপিটের ঘটনা ঘটলে স্থানীয় সালিশের মাধ্যমে মিমাংসা হয়। সেই পূর্ব শত্রুতার জেরে গত ২৭ জুলাই সোমবার রাত অনুমান ১১ টার সময় প্রবাবশালী ব্যক্তিরা প্রতিপক্ষের বসতবাড়ীতে আগুন লেগে পালিয়ে যায়। আগুনে পুড়িয়ে যাওয়া ঘরটিতে থাকা ১টি ছাগল, ৫ বস্তা ধান সহ অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ প্রসঙ্গে সংবাদকর্মী ঘটনাস্থলে গিয়ে বুলবুলি রানীকে জিজ্ঞাসা করিলে তিনি জানায় ঘরবাড়ী পুড়িয়ে যাওয়ার ফলে আমার অনুমান- ১ লক্ষ ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আমি ডিমলা থানায় একটি অভিযোগ করেছি।