সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন
রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হওয়া অজ্ঞাত সেই যুবক মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিবার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মেরুলবাড্ডার ইস্ট ওয়েস্ট বিশ্বাবিদ্যালয়ের পিছনে অবস্থিত মাছ বাজারে দুর্বৃত্তের গুলিতে তিনি আহত হয়েছিলেন।
পরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার এসআই টুটুল বিবার্তাকে জানিয়েছিলেন, বেলা ১টার দিকে এক দুর্বৃত্ত অজ্ঞাত এক ব্যক্তিকে লক্ষ করে গুলি ছোড়ে। এ সময় অজ্ঞাত ওই ব্যক্তির গলা দিয়ে গুলি ঢুকে মাথা দিয়ে বের হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপতাপালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরো জানান, এ ঘটনায় চাকু নুরুল নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। পরে তাকে থানায় নিয়ে নেয়া হয়। চাকু নুরুল একজন অস্ত্র ব্যবসায়ী বলে ধারণা করছে পুলিশ।