বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া র‌্যাব এর অভিযানে খোকসা সড়ক দুর্ঘটনায় ০৪ শিশুর মৃত্যুর পলাতক মাইক্রোবাস চালক গ্রেফতার ১৪ বছরে সড়কে ৫১ হাজার কোটি টাকার দুর্নীতি : টিআইবি চট্টগ্রাম সিটির মেয়র হলেন বিএনপির শাহাদাত হাইকোর্টে ২৩ বিচারপতি নিয়োগ শ্রীবরদীতে  বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ শ্রীবরদীতে  বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ সিংড়ায় নারিকেল দাম বেশি হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে  বিক্রয় ডোমারে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা সাংবাদিক সরকার জামাল-এর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার মিথ্যা মামলা জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি
এই রেল স্টেশনের সবাই নারী

এই রেল স্টেশনের সবাই নারী

ভারতে যাত্রা শুরু হলো নারী রেল স্টেশনের। অর্থাৎ এই স্টেশনের সবাই নারী। স্টেশনটি পরিচালনা করবেন শুধু নারীরা। স্টেশনের টিকেট বিক্রেতা থেকে শুরু করে সুপারেনটেন্ট পর্যন্ত সবাই নারী। মোট ৪০ নারী স্টেশনটি পরিচালনা করবেন। নারী ভিত্তিক এই স্টেশনটা হচ্ছে রাজস্থানের জয়পুরের গান্ধীনগর স্টেশন। সোমবার থেকে পতাকা উড়িয়ে এই স্টেশনের যাত্রা শুরু করে রেলের নারী কর্মচারীরা।

 

একটি রেল স্টেশনের যত ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়। তার সবকিছুই করবে নারীরা। রেলের রুট ট্রাক নির্ধারণ থেকে শুরু করে প্লাটফর্মের নিরাপত্তার দায়িত্বে থাকবে নারীরা। টিকেট বিক্রি, টিকিট সংগ্রহ সবকিছু করবে নারীরা। স্টেশনের ডিভিশন ম্যানেজার সৌম্য মাথুর এ কথা জানালেন।

 

রাতে স্টেশনের টহলে পর্যন্ত নারীরা থাকছে। স্টেশনের পাশেই করা হয়েছে রেলওয়ে প্রটেকশন ফোর্স(আরপিএফ) অফিস। সেখানে ইতিমধ্যে ১১ নারী সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে।

 

প্রসঙ্গত, গান্ধী নগর স্টেশনটি হচ্ছে ভারতের দ্বিতীয় নারী ভিত্তিক রেল স্টেশন। এর আগে মুম্বাইয়ের মাতুঙ্গা রেল স্টেশনটি ছিল শুধু নারী ভিত্তিক স্টেশন। সূত্র : এনডিটিভি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com