বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত যৌনকর্মীদের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ৫০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণের প্রায় অর্ধেকই খেলাপি বন্দরে অবৈধ গ্যাস ব্যবহারবিরোধী অভিযান: তিন স্পটে এক লাখ টাকা করে জরিমানা ছাত্র বা সন্তানের বয়সি কর্মকর্তারাও ‘স্যার’ সম্বোধন শুনতে চান নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশের পথে ‘হ্যাঁ’ ভোট দিন: প্রধান উপদেষ্টা নরসিংদীর বেলাবোতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, ভাঙচুর-আগুন

উপনির্বাচন: পাবনা-৪ আসনে ভোটগ্রহণ চলছে

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও পাবনা-৪ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।

শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকাল ৫টা পর্যন্ত।

এই আসনে দুটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন রয়েছে। ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ১১২ জন। আর ভোট কেন্দ্রের সংখ্যা ১২৯টি। এসব কেন্দ্রে ২ হাজার ৩০১ জন প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। নির্বাচনে মোট ১২৯টি কেন্দ্রের মধ্যে ৬৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।

পাবনার সিনিয়র নির্বাচন অফিসার আবদুল লতিফ শেখ জানান, স্বাস্থ্য সুরক্ষা মেনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে।

নির্বাচনে ৮ প্লাটুন বিজিবি, ৯০০ আনসার ও ৭০০ পুলিশসহ মোট ২ হাজার আইনশৃংখলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। র্যাব ও বিজিবি টহলের পাশাপাশি নির্বাহী এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকছেন ভ্রাম্যমাণ আদালত।

সামাজিক দূরত্ব মেনে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে। নির্বিঘ্নে ও নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগের সব ব্যবস্থা নেয়া হয়েছে।

গত ২ এপ্রিল পাঁচবারের নির্বাচিত এমপি ও সাবেক মন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে পাবনা-৪ আসনটি শূন্য হয়। এই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন তিনবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

আর বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। এছাড়া জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন রেজাউল করিম।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com