শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন-ট্রাম্প ফোনালাপ টুঙ্গিপাড়া রূপালী লাইফ ইন্সুরেন্স মডেল সার্ভিস সেল এর জিএম রাকিবুজ্জামানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন ঈদ করেই দেশে ফিরবেন খালেদা জিয়া চলছে অভিযান, মোহাম্মদপুরেই গ্রেপ্তার ৪৮ খালের বন্ধ হয়ে যাওয়া মুখ পরিষ্কার ও বর্জ্য অপসারণে বন্দর কর্তৃক কাজ করছে নিজস্ব অর্থায়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ শুরু করেছে ‘কমান্ড সেন্টার’: প্রেস উইং নরসিংদীর মনোহরদীতে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত চট্টগ্রামের জেলার ১৬ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত: নেতারা এলাকার খবরা খবর নিচ্ছেন প্রতিনিয়ত তবুও কেন এসপি আনোয়ারকে রাখতেই হবে সুনামগঞ্জে? সাইবার নিরাপত্তায় নতুন দিগন্ত: রংপুরের উৎস সিংহ
রাগের মাথায় সাপের মাথা চিবিয়ে খেলেন যুবক

রাগের মাথায় সাপের মাথা চিবিয়ে খেলেন যুবক

কথায় বলে রাগ মানুষের চরম শত্রু। রাগ হলে কারও মাথা ঠিক থাকে না। তবে, সাপে কামড়েছে বলে রাগের মাথায় সাপের মাথা চিবিয়ে খাওয়ার কথা শোনা যায়নি। কিন্তু, রাগের মাথায় সেটাই করেছেন ভারতের উত্তরপ্রদেশের হরদোইয়ের গ্রামের সোনেলাল নামে এক যুবক।
সোনেলালের প্রতিবেশি রামসেবক জানান, শনিবার সন্ধ্যায় সোনেলালকে বেহুঁশ হয়ে পড়ে থাকতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স করে সোনেলালকে নিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর সোনেলালের জ্ঞান ফেরে।
এর পর সোনেলাল জানান, ওই দিন সন্ধ্যায় গোয়াল ঘরে তিনি গরুর দেখভাল করছিলেন। সেই সময়ে তাকে একটি সাপ কামড়ায়। আর তাতেই প্রচণ্ড রেগে যান সোনেলাল। এর পরেই সাপটিকে ধরে তার মাথায় কামড়ে দেন তিনি। এর পর সাপের মাথা ছিঁড়ে তা চিবিয়ে ফেলেন। মুখ থেকে তা ফেলে দেয়ার পরই বেহুঁশ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সোনেলাল।
চিকিৎসকেরা জানিয়েছেন, সোনেলালকে ওষুধ দেয়া ছাড়াও পর্যবেক্ষণে রাখা হয়েছে। সোনেলালের দেহে সাপে কাটার কোনও দিহ্ন মেলেনি। সাপটি বিষাক্ত হতে পারে। তাই মাথার অংশ চিবিয়ে খাওয়ার ফলেই বেহুঁশ হয়ে পড়েছিলেন তিনি। আনন্দ বাজার

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com