কথায় বলে রাগ মানুষের চরম শত্রু। রাগ হলে কারও মাথা ঠিক থাকে না। তবে, সাপে কামড়েছে বলে রাগের মাথায় সাপের মাথা চিবিয়ে খাওয়ার কথা শোনা যায়নি। কিন্তু, রাগের মাথায় সেটাই করেছেন ভারতের উত্তরপ্রদেশের হরদোইয়ের গ্রামের সোনেলাল নামে এক যুবক।
সোনেলালের প্রতিবেশি রামসেবক জানান, শনিবার সন্ধ্যায় সোনেলালকে বেহুঁশ হয়ে পড়ে থাকতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স করে সোনেলালকে নিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর সোনেলালের জ্ঞান ফেরে।
এর পর সোনেলাল জানান, ওই দিন সন্ধ্যায় গোয়াল ঘরে তিনি গরুর দেখভাল করছিলেন। সেই সময়ে তাকে একটি সাপ কামড়ায়। আর তাতেই প্রচণ্ড রেগে যান সোনেলাল। এর পরেই সাপটিকে ধরে তার মাথায় কামড়ে দেন তিনি। এর পর সাপের মাথা ছিঁড়ে তা চিবিয়ে ফেলেন। মুখ থেকে তা ফেলে দেয়ার পরই বেহুঁশ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সোনেলাল।
চিকিৎসকেরা জানিয়েছেন, সোনেলালকে ওষুধ দেয়া ছাড়াও পর্যবেক্ষণে রাখা হয়েছে। সোনেলালের দেহে সাপে কাটার কোনও দিহ্ন মেলেনি। সাপটি বিষাক্ত হতে পারে। তাই মাথার অংশ চিবিয়ে খাওয়ার ফলেই বেহুঁশ হয়ে পড়েছিলেন তিনি। আনন্দ বাজার