মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ: সময়ের জনপ্রিয় রেসলিং তারকা জন সিনা প্রায় ৮ বছর পর আবারও বিয়ে করেছেন।
২৯ বছর বয়সী শায় শারিয়াত সাজদেহেরসঙ্গে এক বছরের বেশি সময় প্রেমের সম্পর্ক ছিল জন সিনার।
গত ১২ অক্টোবর ফ্লোরিডার টাম্পায় অনাড়ম্বর পরিবেশে বেশ গোপনীয়তায় সেই প্রেমকে লিখিত বন্ধনে রূপ দিলেন সিনা।
চলতি মাসের শুরুতেই গোপনে বাগদান সারেন জন সিনা ও শারিয়াত সাজদেহ।
এটি জন সিনার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৯ সালের জুলাইয়ে এলিজাবেথ হুবারদেউকে বিয়ে করেছিলেন জন সিনা।
২০১২ সালের মে মাসে সে সম্পর্ক ভেঙে যায়। গত ৮ বছর ধরে সঙ্গীহীন জীবন যাপন করে আসছিলেন জন সিনা।
কিন্তু পরে গত বছরের শুরু থেকে শারিয়াত সাজদেহর সঙ্গে সম্পর্কে জড়ান জন সিনা। আনুষ্ঠানিকভাবে বিয়ের বিষয়ে এখনও গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি সিনা।