শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব: বশিরউদ্দীন হোমল্যান্ড লাইফের অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করল উচ্চ আদালত নেপালের অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস বরিশালে DYDF-এর আয়োজনে “COP30 Road to Belém” আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত নেপালের অস্থিরতা ভারতের উদ্বেগ বাড়াচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে নতুন বার্তা দিল ডাকসু নির্বাচন সোনার বাংলা ইন্স্যুরেন্সের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পদ্মা ব্যাংকে আটকে আছে ন্যাশনাল টি কোম্পানির ১৯ কোটি টাকা কুমারখালীর রোড ডিভাইডার যেন মৃত্যুর ফাঁদ: প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা আজহারুল ইসলাম অগ্রণী ইন্স্যুরেন্সের নতুন মুখ্য নির্বাহী
যশোরে ডিভোর্স দেওয়া স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

যশোরে ডিভোর্স দেওয়া স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার নাভারণে রওশনারা (৫০) নামে এক গৃহবধূকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রাক্তন স্বামী আনোয়ারুল ইসলাম। গুরুতর জখম অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই গৃহবধূ।

এ ঘটনায় আনোয়ারুলকে স্থানীয় জনগণ আটক করে পুলিশে দিয়েছে। আনোয়ারুল ঝিকরগাছা উপজেলার ইসলামপুর গ্রামের মৈদর আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে শার্শা উপজেলার বুরুজবাগান গ্রামে গৃহবধূর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আনোয়ারুল পেশায় একজন মাদক ব্যবসায়ী এবং রওশনারার প্রাক্তন স্বামী। অনেকদিন আগে তাদের দুজনার মধ্যে ডিভোর্স হয়ে যায়। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। নতুন করে স্ত্রীকে আবারও ফিরে পেতে কিছুদিন যাবৎ রওশনারার বাড়ির আশেপাশে ঘুরাফেরা করা এবং তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করছিল আনোয়ারুল।

রওশনারা আনোয়ারুলের নানাবিধ চাপ থেকে বাঁচতে থানায় অভিযোগ করার জন্য ঘটনার দিন যেতে চাইলে সে বিষয়টি আঁচ করে ফেলে। কৌশলে আনোয়ারুল ধারাল অস্ত্র নিয়ে আগেই রওশনারার বাড়ির ভেতর প্রবেশ করে পালিয়ে থাকে। কিছুক্ষণ পরে রওশনারা বাড়িতে ঢুকলেই অতর্কিত হামলা করে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
পরে গ্রামের মধ্যে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামের সাধারণ জনগণ তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। এদিকে গুরুতর আহত রওশনারাকে স্থানীয় গ্রামবাসী উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রেফার্ড করা হয়। বিকাল ৪টার সময় সেখানেও অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

যশোরের নাভারণ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, আনোয়ারুল নিজ মুখে ঘটনার সত্যতা জবানবন্দি দিয়েছে। তাকে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com