শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন
নওগাঁর জেলা জামায়াতের আমিরসহ ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে জেলার মহাদেবপুরে একুশে বইমেলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলে জেলা জামায়াতের সেক্রেটারি নওগাঁ সদর উপজেলার চকদেব পাড়া মহল্লার নজিব উদ্দিনের ছেলে মহিউদ্দিন খান (৫৫), সদর উপজেলা ভাইস চেয়ারম্যান চন্ডিপুর মহল্লার আব্দুস সামাদের ছেলে আবু সাদাদ সায়েম (৪০), একই মহল্লার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মাহমুদুল হক (৬০), ইলশাবাড়ী মহল্লার মকছেদ আলীর ছেলে রুবেল (৩০), বদলগাছী উপজেলার তুলারপালশা গ্রামের ফকির উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (৬৫), আত্রাই উপজেলার শুকুর আলীর ছেলে আমজাত হোসেন (৩২), একই উপজেলার আকছেক আলীর ছেলে অসমানগনী (৪৫), মহাদেবপুর উপজেলার চকগাড়ী গ্রামের মৃত আব্দুস সোহেলের ছেলে আতর আলী (৪১), মহিশবাথান গ্রামের মৃত রসুলে ছেলে মোহাম্মদ আলী (৪৮), মান্দা উপজেলার চককেশর গ্রামের রোস্তম আলীর ছেলে কিবরিয়া (৪০) এবং বদলগাছী উপজেলার কেশাইল গ্রামের ফজলুর রহমানের ছেলে ওমর ফারুক (৩৬)।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, মহাদেবপুর উপজেলা চত্বরে আয়োজিত একুশে বইমেলার এক প্রান্তে জেলা জামায়াতের সেক্রেটারি মহিউদ্দিনসহ ১২ জন মিলে নাশকতার পরিকল্পনা করছিলেন।
গোপন সূত্রে পাওয়া এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।