শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

হবিগঞ্জের সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

হবিগঞ্জের সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মহাসড়কে সব সিএনজি, নসিমন, অটোরিকশাসহ সব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে জেলার সব সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মোটরমালিক গ্রুপ ও জেলা বাস মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদ। ফলে হবিগঞ্জের সঙ্গে সারদেশের বাস চলাচল বন্ধ রয়েছে। আজ রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে জেলার সড়ক সড়কে বাস চলাচল বন্ধ দিয়ে বাসগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাড় করিয়ে রাখা হয়েছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এর আগে গত ১৮ নভেম্বর) হবিগঞ্জ প্রেসক্লাবে হবিগঞ্জ জেলা মোটরমালিক গ্রুপ ও জেলা বাস মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদ সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয় ২৮ নভেম্বরের মধ্যে মহাসড়কে সকল অবৈধ যান চলাচল বন্ধ না হলে ২৯ নভেম্বর থেকে সড়কে যান চলাচল বন্ধ রেখে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে সব গাড়ি হস্তান্তর করে ব্যবসা গুটিয়ে নেয়া হবে। তবে দৃশ্যমান কিছু না হওয়ায় আজ থেকে সব যানবাহন বন্ধ রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাড়ি রেখে দেয়া হয়েছে। হবিগঞ্জ মোটরমালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায় জানান, দুপুরে সব বাস জেলা প্রশাসকের কার্যালয়ের হস্তান্তর করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com