বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা বাইপাস এলাকায় একটি বরযাত্রীবাহী গাড়ি ডাকাতের কবলে পড়ার পর র্যাবের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। গোলাগুলির পর ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র এবং লুট করা মালামাল উদ্ধার করা হয়।
আজ শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
র্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি মিমতানুর রহমান সাংবাদিকদের জানান, শুক্রবার ভোর রাতে সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা ব্রিজে এ ঘটনা ঘটে। ডাকাতরা বড় কুমিরা ব্রিজের নিচে মালামাল ভাগাভাগির সময় র্যাবের টহল দল সেখানে উপস্থিত হয়। তখন ডাকাতরা গুলি ছুঁড়লে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলি চলার পর ডাকাতরা পালিয়ে যাওয়ার পর সেখানে আনুমানিক ৩৫ বছর বয়সী একজনের লাশ পাওয়া যায়।
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি এলজি ও লুট করা কয়েকটি স্বর্ণের চেইন, মোবাইল ফোন উদ্ধার করা হয়।