বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩১৪

আগৈলঝাড়া প্রেসকাব নির্বাচন সম্পন্ন
সরদার হারুন রানা সভাপতি, তপন বসু সম্পাদক
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া প্রেসকাবের বার্ষিক সাধারণ সভা ও ২০২১ সালের কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
প্রেসকাব কার্যালয়ে আহ্বায়ক কেএম আজাদ রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম অধিবেশনে ২০২০ খ্রিঃ বার্ষিক আয়-ব্যয় ও প্রতিবেদন পেশ করেন আহ্বায়ক কেএম আজাদ রহমান।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে ২০২১ সনের কার্য নির্বাহী কমিটিতে দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সরদার হারুন রানা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচত হয়েছেন ইত্তেফাক সংবাদদাতা তপন বসু। নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন বিদায়ী আহ্বায়ক কেএম আজাদ রহমান।
নির্বাচনে পূর্ববর্তি অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
বক্তারা আগৈলঝাড়া তথা দেশের সুনাম বজায় রেখে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য প্রেসকাব সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
কার্য নির্বাহী কমিটির অপর সদস্যরা হলেন সহ-সভাপতি মো. মাহবুবুল ইসলাম, যুগ্ম সম্পাদক এমএম ওমর আলী সানি, কোষাধক্ষ মো. জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পলাশ দত্ত, তথ্য ও প্রচার সম্পাদক এফএম নাজমুল, নির্বাহী সদস্য- কেএম আজাদ রহমান, অপূর্ব লাল সরকার, মো. সাইফুল ইসলাম, শামীমুল ইসলাম শামীম, বরুণ বাড়ৈ, স্বপন দাস। সাধারণ সদস্য ওয়াসিম ভুইয়া সেলিম, প্রবীর বিশ্বাস ননী, জয় রায়, রিপন বিশ্বাস, মনিরুজ্জামান, মৃদুল দাস, মারুফ মোল্লা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com