সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন

ইমরানের ওপর হামলা : প্রতিবেদন দাখিলের সময় পেছাল

ইমরানের ওপর হামলা : প্রতিবেদন দাখিলের সময় পেছাল

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ দিন নির্ধারণ করেন।

আজ সোমবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

মামলার নথি থেকে জানা যায়, চলতি বছরের ১৭ আগস্ট সন্ধ্যায় ইমরান এইচ সরকারসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা হামলার শিকার হন। ওই ঘটনায় গণজাগরণ মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com