শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৪ বছর পরকীয়া প্রেম, অতঃপর ধর্ষণ মামলা!

৪ বছর পরকীয়া প্রেম, অতঃপর ধর্ষণ মামলা!

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় ‘বিয়ের প্রলোভন’ দিয়ে এক নারীকে চার বছর ধরে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান ওরফে কাফী (৪৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার বিরুদ্ধে ওই নারীর কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে। আজ শনিবার দুপুরে পিবিআই বগুড়ার পুলিশ সুপার আকরামুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান কাফী বগুড়া শহরের মালতিনগর হাইস্কুল মোড় এলাকার আব্দুল করিম শেখের ছেলে।

জানা গেছে, বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকার বাসিন্দা প্যারামেডিক্যাল চিকিৎসক এক নারীর ২০১৭ সালে পরিচয় হয় কাফীর সঙ্গে। তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে এবং বগুড়া ছাড়াও রাজশাহী, কক্সবাজার, গাজীপুরের বিভিন্ন হোটেলে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে মেলামেশা করে। একপর্যায়ে কাফী তার ছেলের চিকিৎসার জন্য ওই নারীর কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি কাফী ওই নারীকে বিয়ে করতে অস্বীকার করে। পরে ওই নারী আদালতে কাফীর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক সপ্তাহ আগে মামলা করেন।

আদালত বাদীর অভিযোগটি সদর থানায় নথিভুক্ত করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা মোতাবেক পিবিআই এর একটি টিম শনিবার কাফীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com