সোমবার, ০৭ Jul ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
দিলীপ কুমার দাস (ময়মনসিংহ জেলা প্রতিনিধি): ময়মনসিংহে “বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ-১৭)” এবং “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭)”- এর বিভাগীয় পর্যায়ে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২২ জুন ২০২১) অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন আর রশিদ বিপিএম, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন মহলের ক্রিড়ামোদী ব্যক্তিবর্গ।