রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন
কক্সবাজারের চকরিয়া উপজেলার আজিজ নগর এলাকার একটি দেশীয় মদ তৈরির গোপন কারখানা থেকে র্যাব সদস্যরা ৮৫ হাজার ৪২০ লিটার মদ উদ্ধার করেছে। এ পরিমাণ মদের বর্তমান বাজার দর প্রায় ৪ কোটি ২৭ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। সেই সাথে র্যাব সদস্যরা আটক করেছে একজন উপজাতিকে। আজ বুধবার সকালে তিন ঘন্টার অভিযানে এ পরিমাণ মদ উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, দীর্ঘ দিন ধরে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র কক্সবাজারের আজিজ নগর এলাকায় দেশীয় মদ উৎপাদন, মজুদ এবং ক্রয়-বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এলাকাটিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে দেশীয় তৈরি মদ বিক্রিরত অবস্থায় লামার উপজেলার উপজাতি বাসিন্দা মুমবুরি মারমার ছেলে বাসেং মারমাকে (৩০) আটক করা হয়। উদ্ধারকৃত মাদকসহ আসামীকে লামা থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।