বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত যৌনকর্মীদের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ৫০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণের প্রায় অর্ধেকই খেলাপি বন্দরে অবৈধ গ্যাস ব্যবহারবিরোধী অভিযান: তিন স্পটে এক লাখ টাকা করে জরিমানা ছাত্র বা সন্তানের বয়সি কর্মকর্তারাও ‘স্যার’ সম্বোধন শুনতে চান নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশের পথে ‘হ্যাঁ’ ভোট দিন: প্রধান উপদেষ্টা নরসিংদীর বেলাবোতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, ভাঙচুর-আগুন

সর্বপ্রথম করোনা মুক্ত উপজেলা গড়ার অঙ্গিকার

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১

আগৈলঝাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম করোনা মুক্ত উপজেলা হবে গৌরনদী। এ অঙ্গিকার ব্যক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে কঠোর অবস্থানে মাঠে কাজ করছেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

অন্যান্যদিনের ন্যায় কঠোর লকডাউনের তৃতীয়দিনে সরকার ঘোষিত বিধিনিষেধ শতভাগ বাস্তবায়নে কঠোর অবস্থানে মাঠপর্যায়ে কাজ অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারই ধারাবাহিকতায় রবিবার সকালে উপজেলার টরকী বন্দর, গৌরনদী বাসষ্ট্যান্ড, মাহিলাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে অভিযান চালিয়ে লকডাউনে সরকারি নিদের্শনা ও স্বাস্থ্যবিধি না মানায় দোকান মালিক, মোটরসাইকেল চালকসহ সাতটি মামলায় পাঁচ হাজার দুইশ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ^াস। মোবাইল কোর্টে সহযোগিতা করেন গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন ও আওলাদ হোসেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে হ্যান্ড মাইক নিয়ে করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য টিকা গ্রহণে জনসাধারণকে উদ্ধুব্ধ করেন।

অপরদিকে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ। অন্যান্যদিনের ন্যায় রবিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের বিভিন্নস্থানে চেকপোষ্ট বসানো হয়। বিনা কারনে রাস্তায় বের হওয়া যানবাহনগুলোকে আটক করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে। লকডাউন বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানা পুলিশ।

রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট ॥ করোনার সংক্রমণরোধে চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিনে বরিশালের বিভিন্ন সড়কে যানবাহনের চাপ অনেকটাই কমে গেছে। জরুরি প্রয়োজনে শুধু রিকশা ও ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হচ্ছে মানুষ। সড়কের মোড়ে মোড়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেকপোস্ট বসিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন।

ফলে ঠুনকো অজুহাতে ঘরের বাহিরে বের হওয়ার প্রবণতা আগের চেয়ে কমে গেছে। রবিবার সকালে সরেজমিনে নগরীর আমতলার মোড়, রূপাতলী, বাজার রোড, কাশিপুর, নথুল্লাবাদ ও চৌমাথা এলাকায় দেখা গেছে মূল সড়কে যানবাহন ও মানুষের চলাচল নেই বললেই চলে।###

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com