সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল দশটায় সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয়, সাংগঠনিক পতাকা ও মুজিব বর্ষের পতাকা উত্তোলন, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, জাতির পিতা ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেছে দলের নেতা কর্মীরা।
পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদারের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত।
এসময় মহিলা আওয়ামী লীগ আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, আওয়ামী লীগ নেতা নিত্যানন্দ মজুমদার, সফিকুল হোসেন সকুল সেরনিয়াবাত, উজ্জল লাহেড়ী, শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সৈকত মন্ডল দীপু, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে করোনা মাহমারী থেকে দেশবাসীকে রক্ষার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।