বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন

গজারিয়ায় লকডাউনে বিয়ের আয়োজন বন্ধ

গজারিয়ায় লকডাউনে বিয়ের আয়োজন বন্ধ

সুমন খান, গজারিয়া প্রতিনিধি:

গজারিয়ায় চলমান লকডাউনে বিয়ের আয়োজন বন্ধ করেন নির্বাহী মাজিস্ট্রেট। সরকার ঘোষিত চলমান লকডাউন উপেক্ষা করে গজারিয়া উপজেলা বিবাহের অনুষ্ঠানের আয়োজন বন্ধ করে দিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা । বুধবার সকালে গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদী গ্রামে এ ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের লোকজন বিয়ে বাড়িতে উপস্থিতি টের পেয়ে বিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিরা পালিয়ে যায় । এদিকে লকডাউন বাস্তবায়নে প্রতিনিয়ত অভিযানের অংশ হিসেবে স্বাস্থ্যবিধি না মানা ও লোক সমাগমের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতান জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। তবুও যারা সরকারি আদেশ অমান্য করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com