সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন
গজারিয়া থেকে সুমন খান:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সোনালি মার্কেট ঘাট ফুলদি নদী হতে অবৈধভাবে মাছে ছোপ স্থাপন করার সময় ০২ জন আসামীসহ ০১ টি ইঞ্জিন চালিত নৌকা এবং ২৫ টি বাঁশ জব্দ করা হয় আটক করা হয়। মঙ্গবার সকালে ৯টায় হতে দুপুর ১২ টায় পর্যন্ত গজারিয়া উপজেলা এই অভিযান পরিচালনা করে।
এসময় যৌথ অভিযানে গজারিয়া উপজেলার সোনালি মার্কেট ঘাট ফুলদি নদী হতে ছোপ স্থাপনকালে ০২ জন আসামী আটক করা জয়। ছোপ স্থাপনে ব্যবহৃত ০১ টি ইঞ্জিন চালিত নৌকা এবং ২৫ টি বাঁশ জব্দ করা হয়। ০২ জন আসামীকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫ (১) ধারা মোতাবেক প্রতিজনকে ৫০০০ টাকা করে মোট ১০০০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন, গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা।মোবাইল কোর্টে মামলা দায়ের করেন এক্সটেনশন অফিসার, উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় গজারিয়া।