বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সেনা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ শিক্ষকদের বিষয়ে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে হয়েছে: প্রধান উপদেষ্টা দেশজুড়ে বিনিয়োগ: শিক্ষা বিস্তারে জেলা–উপজেলা প্রশাসনকে যুক্ত করছে বিএসইসি এস এম বখতিয়ার আলম ইসলামিক ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান শাহজালালে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা; শিবিরের ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাতীয় বেতন কমিশনের মতবিনিময় সভা শিক্ষকদের সঙ্গে করণ জোহরের সিনেমায় অভিনয় করেননি জয়া আহসান তরুণদের বীমায় সম্পৃক্ত করতে আইডিআরএর গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন সোনার বাংলা ইনস্যুরেন্সের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

আগৈলঝাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার জন্য মনোনীত হলেন যারা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩৫১

মোঃ জহিরুল ইসলাম সবুজ. আগৈলঝাড়া:
নির্বাচন কমিশন কর্তৃক দ্বিতীয় দফায় ঘোষিত তফশীলে ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় মনোয়ন পেতে যাচ্ছেন রাজিহার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গৈলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু ও রত্নপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার।
দলীয় মনোনয়নের প্রার্থী নির্বাচনের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, পরীবিক্ষণ কমিটির আহ্বায় আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র একান্ত ব্যক্তিগত সচিব মো. খায়রুল বাশার।
মো. খায়রুল বাশার মঙ্গলবার বিকেলে জানান, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্য, মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ বর্তমান পাঁচ চেয়ারম্যানদের নাম দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নৌকা প্রতীকের জন্য শুপারিশ করবেন।
মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহর ঢাকাস্থ বাসভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা আওয়ামী লীগ তাদের দলীয় মনোনয়ন প্রদানের জন্য পাঁচটি ইউনিয়নে প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহন করেন। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন জানান- উপজেলার পাঁচটি ইউনিয়নে নৌকা প্রতীক চেয়ে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের, দুই দফায় মোট ৬৯জন নেতা আবেদন করেছিলেন। এরমধ্যে রাজিহার ইউনিয়নে ১৩ জন, বাকাল ইউনিয়নে ১২জন, বাগধা ইউনিয়নে ১২জন, গৈলা ইউনিয়নে ২০জন ও রত্নপুর ইউনিয়নে ১২ জন ছিলেন।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২০ অক্টোবর। ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার, ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ এবং ভোট গ্রহণ ১১ নভেম্বর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com