রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন

মাধবপুর থানার পুলিশের বিশেষ অভিযানে ৮ জন পলাতক আসামি গ্রেফতার

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৫৯

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টারঃ

হবিগঞ্জে মাধবপুর থানার পুলিশের বিশেষ অভিযানে ৫টি জি আর ও ৩ টি সিআর ওয়ারেন্ট মুলে ৮ জন পলাতক আসামি গ্রেফতার করা হয় ।
মাধবপুর থানা ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান বুধবার দিবাগত রাতে হবিগঞ্জ  জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি স্যারে এর সার্বিক দিক নির্দেশনায় আমার নেতৃত্বে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার,এস আই মুমিনুল ইসলাম, এসআই এনামুল হাসান  ও সংগীয় ফোর্সসহ মাধবপুর উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫টি জি আর ও ৩ টি সিআর ওয়ারেন্ট মুলে ৮ জন পলাতক আসামি গ্রেফতার করা হয়।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার সিআর ওয়ারেন্ট ভুক্ত ২ জন মহিলা সহ ৬ জন পলাতক আসামীকে আটক করা হয় ও আসামি গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়, তিনি আরো বলেন, মাদক, জুয়া, জঙ্গী ও সন্ত্রাসীদের সম্পর্কে থানা পুলিশকে সঠিক তথ্য দিয়ে এবং অপরাধ মুক্ত সমাজ গঠনে সহযোগীতা করার জন্য মাধবপুর উপজেলার সচেতন নাগরিকদের প্রতি আহবান জানান। তথ্য দাতার পরিচয় গোপন রাখা হবে বলে তিনি নিশ্চয়তা প্রদান করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com