রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

মেরিন ড্রাইভ সড়কে বিজিবি’র চেকপোস্টে ইয়াবাসহ আটক -৪

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৬৩
ক্রাইম রিপোর্টার: টেকনাফ ২ বিজিবি সদস্যরা মেরিন ড্রাইভ সড়ক শীলখালী অস্থায়ী চেকপোস্টে তল্লাশী অভিযান পরিচালনা করে, ৫০হাজার ইয়াবা,নগদ টাকাসহ মাদক পাচারে জড়িত চার নারী-পুরুষকে আটক করেছে।
বিজিবির পাঠানো প্রেস বার্তা সুত্রে জানাযায়, ৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টার দিকে শীলখালী অস্থায়ী চেকপোস্টে কর্মরত বিজিবি সৈনিকরা যাত্রীবাহি গাড়ী তল্লাশী করার সময় সন্দেহভাজন ৪ নারী-পুরুষের দেহ তল্লাশী করে শরীরের বিভিন্ন স্থানে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় দেড়কোটি টাকা মূল্যের ৫০হাজার ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
আটক ৪ মাদক পাচারকারী হচ্ছে টেকনাফ সদর ইউপি মধ্যম গোদারবিল এলাকার মো. আলী আহমদ’র পুত্র মো.জিহাবুল (২৪), হ্নীলা ইউপি জাদিমোরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৬ এর বাসিন্দা মৃত সাকের’র পুত্র মো.রবিউল আলম(২০), টেকনাফ পৌরসভা কায়ুকখালী পাড়া এলাকার মো. নুর ইসলাম’র স্ত্রী মনোয়ারা বেগম(২৮), মো. মনির আহমদ’র স্ত্রী হাসিনা বেগম (৩৫)।
অভিযানটির সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২বিজিবি অধিনায়ক লে:কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি) জানান, ইয়াবাসহ আটক চার মাদক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com