রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০০ অপরাহ্ন
দেশব্যাপী আলোচিত সিরিয়াল কিলার রসু খাঁসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন চাঁদপুরের একটি আদালত।
মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আবদুল মান্নান এই রায় ঘোষণা করেন। মামলার অপর সাজাপ্রাপ্তরা হলো জহিরুল ইসলাম ও ইউনুছ। এদের মধ্যে ইউনুছ পলাতক রয়েছে।
২০১০ সালের ফরিদগঞ্জ থানায় দায়েরকৃত গার্মেন্টস কর্মী পারভীন হত্যা মামলায় এই রায় দেয়া হয়। ১১ হত্যার দায়ে অভিযুক্ত এই খুনী বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে রয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত ৯টি মামলার একটির রায় হয় আজ মঙ্গলবার।
মামলার বিবরণে জানা গেছে, চাঁদপুরের মদনা গ্রামের ছিঁচকে চোর রসু খান ভালবাসায় ব্যর্থ হয়ে এক সময় সিরিয়ার কিলারে পরিণত হয়। ২০০৯ সালের ৭ অক্টোবর পুলিশের হাতে ধরা পড়ার পর এক এক করে তার লোমহর্ষক হত্যাকাণ্ডের চিত্র বেরিয়ে আসে। নিজের মুখে স্বীকার করে ১১ নারী হত্যার কথা। টার্গেট ছিল ১০১টি হত্যাকাণ্ড ঘটানোর। রসু যাদের হত্যা করেছে তারা সবাই ছিল গার্মেন্টস কর্মী।
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাঁদপুর: