সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন
মুহম্মদ আবুল বাশার, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মত বিনিময় প্রচারণা ইতিমধ্যে চলছে। দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় প্রতিক পাওয়ার লক্ষ্যে প্রার্থীরা জনগনের মাঝে তাদের বিভিন্ন সমাজ সেবা উন্নয়ন মূলক কার্যক্রম তুলে ধরেন। এরই অংশ হিসেবে ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান মোঃ ফরিদ মিয়া তার নিজ এলাকায় মত বিনিময় করেন।
গত রবিবার বড়জোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানে এক আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবদুর রাশিদ ভূইয়া। পরিচালনা করেন মাইজবাগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ সরজুল ভূইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক আহব্বায়ক ও মাইজবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান মোঃ ফরিদ মিয়া। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান ফরিদ মিয়া বলেন বিগত সময়ে আপনারা আমাকে এলাকার সন্তান হিসেবে ভালবেসে সার্বিক সহযোগীতা করে ব্যাপক জনসমর্থনে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন। আমি আপনাদের ডাকে বিভিন্ন কাজে সাধ্যমত সহযোগীতা করার পাশে ছিলাম। দিধাদন্ধ ভূলেগিয়ে আসছে ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেলে আপনারা সমর্থন দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি জনগনের পাশে থাকব (ইনশাআল্লাহ)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ চান মিয়া। অন্যান্যদের মধ্যে মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ আবদুল মোনায়েম, মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম, মাইজবাগ ইউনিয়ন আওয়ামীলীগের ২ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আব্বাছ আলী ভূইয়া, মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দুলাল, মোঃ মশিউর রহমান হিরু ভূইয়া, হারুন অর রশিদ, মোঃ রমজান আলী, সুরুজ ভূইয়া, মোঃ আবদুল হালিম মড়ল, শাহাব উদ্দিন ভূইয়া সহ এলাকার গন্যমান্য সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।