শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন

‘অর্থ ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে জলবায়ু কার্যক্রম কার্যকর হচ্ছে না’

‘অর্থ ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে জলবায়ু কার্যক্রম কার্যকর হচ্ছে না’

ভিশন বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থ ও শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার অভাবে বৈশ্বিক জলবায়ু কার্যক্রম কার্যকর হচ্ছে না।

স্কটল্যান্ডের গ্লাসগোতে স্থানীয় সময় সোমবার (১ নভেম্বর) ‘অ্যাকশন অ্যান্ড সলিডারিটি- ক্রিটিক্যাল ডিকেড’ শীর্ষক সভায় এ কথা বলেন তিনি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি এ সভাটির আয়োজন করেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রী বলেন, অভিযোজন ও প্রশমনের জন্য উন্নত দেশগুলোকে অবশ্যই তাদের ৫০ : ৫০ বরাদ্দসহ বার্ষিক একশ’ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

এ সময় ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি উন্নত দেশগুলোর সমর্থন ও সহায়তা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

বিশ্ব নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এ বছর ৩ কোটি চারা রোপণ করেছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্লান’ শুরু করতে যাচ্ছে।

উল্লেখ্য, রবিবার (৩১ অক্টোবর) স্কটল্যান্ডের গ্লাসগোয় শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৬)। ১২ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে। এই সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com