সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন
মুহম্মদ আবুল বাশার, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের উদ্দোগে সারাদেশে জেলহত্যা দিবস পালিত। এরই অংশ হিসেবে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন ৩ নভেম্বর জেল হত্যা দিবসে র্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম বুলবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য ও ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র মোঃ হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ এইচ.এম কামারুজ্জামন, এবং ক্যাপ্টেন মুনসুর আলী কে ঢাকায় কেন্দ্রীয় কারাগারে জীবন দিতে হয়েছে দেশের জন্য। দুশকৃতকারিরা জাতীয় ৪ নেতা কে শহীদ করে তারা চেয়েছিল দেশের অস্থিত্বকে শেষ করতে। মুক্তিযুদ্ধের অন্যতম জাতীয় বীর ৪ নেতাকে যথাযথ শ্রদ্ধার মধ্যদিয়ে দিবসটি জাতি স্বরণ করছে। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য বদরুল আলম প্রদীপ। অন্যন্যদের মধ্যে আওয়ামীলীগ নেতা এড.হাবিবুল্লাহ মিলন, উপজেলা আওয়ামীযুবলীগের সাবেক সভাপতি মোঃ শাফায়েত হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সাবেক আহব্বায়ক মতিউর রহমান মতি, ময়মনসিংহ জেলা যুবলীগের সম্মানিত সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহব্বায়ক শহীদুল ইসলাম মাসুদ,স্বাধীনতা শিক্ষক পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন (কামাল), উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহব্বায়ক রফিকুল ইসলাম রবি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক ও বড়হিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক জি.এস মোঃ মোখলেছুর রহমান মানিক, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক দেলুয়ার জাহান মামুন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক কামরুল হাসান জুয়েল,উপজেলা যুবলীগ নেতা মোঃ শাহজাহান কবির, ঈশ্বরগঞ্জ পৌর সভার কাউন্সিলর সাবেক ছাত্রনেতা রাসেল ভূইয়া, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম সুমন, মাইজবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সাবেক জি.এস মোঃ আবু বাহারুল আলম মজনু, মাইজবাগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সরজুল ভূইয়া,মাইজবাগ ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারেছ উদ্দিন সরকার, তারুন্দিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও তারুন্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাহবুব আলম, সরিষা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ শাখাওয়াত হোসেন, রাজিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দেলোয়ার হোসেন, সোহাগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান মোঃ আসাদ মিয়া, জাটিয়া ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ আল আমিন, জাটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী রফিকুল আলম আকন্দ (আবুল) সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।