রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

ইউপি নির্বাচনঃ- আগৈলঝাড়ায় বাকাল ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রতিদ্বন্দি প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪২৩

নিজস্ব প্রতিবেদক:

অবাধ ও সুষ্ঠ নির্বাচন করার লক্ষ্য নিয়ে বরিশালের আগৈলঝাড়ার বাকাল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওই ইউনিয়নের সকল প্রতিদ্বন্দি প্রার্থীদের নিয়ে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংরক্ষিত ও সাধারন সদস্য পদের প্রার্থীদের নিবিঘেœ ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করতে সকল ধরেনরে সাহায্য ও সহযোগীতার আশ্বাস প্রদান করন উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীর মাঠে বিনা প্রতিদ্বন্দিতায় নবনির্বাচিত চেয়ারম্যান বিপুল দাস এর সভাপতিত্বে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় অবাধ, সুষ্ঠ ও সবার কাছে গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে বিভিন্ন সমস্যার সমাধান কল্পে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
অন্যানদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, , বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রমেশ চন্দ্র অধিকারী, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম পাইক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসংগত, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ১১নভম্বর উপজেলা পাঁচটি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এর আগে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৪ অক্টোবর দলীয় কার্যালয়ে, ৩নভেম্বর উপজেলা প্রশান ও নির্বাচন কমিশনের উদ্যোগে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পাঁচটি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র পাঁচটি ইউনিয়নে সংরতি সদস্য পদে ৪৭জন, সাধারণ সদস্য পদে ১৭৬জনসহ মোট ২২৩জন প্রার্থী আগামী ১১নভেম্বর নির্বাচনের জন্য প্রতিদ্বন্দিতা করবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com